থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ পুরুষ দল। আজ একই প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছাড়ে নারী দলও।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। প্রথম কয়েক মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় শ্রীলঙ্কা। তবে দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন পরপর দুই গোল করে স্কোরলাইন সমতায় আনেন। এই দুই গোলেই সহায়তা করেন কৃষ্ণা রাণী সরকার।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। সাবিনা ও কৃষ্ণাদের গতি, দক্ষতা এবং অভিজ্ঞতার সামনে টিকতে পারেনি শ্রীলঙ্কা। কর্ণার থেকে সাবিনার নেওয়া বল সুমাইয়ার শক্তিশালী শটে জালে জড়ালে লিড পায় বাংলাদেশ।
এরপর একের পর এক আক্রমণে ভেঙে পড়ে লঙ্কান রক্ষণ। ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিন গোল করে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। শুরুতে সাবিনাকে দুই গোল করানো কৃষ্ণা নিজেই চমৎকার এক শটে দলের চতুর্থ গোলটি করেন।
এরপর সুমাইয়ার শট প্রথমে প্রতিহত হলেও ফিরতি বলে মাসুরা নিখুঁতভাবে জালে বল পাঠান। পরে কৃষ্ণা আরও একটি গোল করলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়ে যায়। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি গোল শোধ করলেও ফলাফলে কোনো প্রভাব পড়েনি।
এবারের সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে মোট সাতটি দেশ অংশ নিচ্ছে। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। নারী দল চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। সামনে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে তাদের। সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
অন্যদিকে পুরুষ দল চার ম্যাচে এখন পর্যন্ত সাত পয়েন্ট পেয়েছে এবং শিরোপা লড়াইয়ে টিকে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


