সাগরতলের রহস্যময় অ্যাকুরিয়ামে মুগ্ধ পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক : সাগরের জলরাশি নয়, সাগর তলের রহস্য জানতে পর্যটকরা ভিড় করছেন রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড অ্যাকুরিয়ামে। কক্সবাজারে বেড়াতে আসা বেশিরভাগ পর্যটকদের দৃষ্টি এখন অ্যাকুরিয়ামে। এখানে রয়েছে হাঙ্গর ও পিরানহা, সামুদ্রিক কচ্ছপ, ক্যাট ফিসসহ রয়েছে দুইশ প্রজাতির জলজপ্রাণী।

অ্যাকুরিয়াম

কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম বেসরকারি অ্যাকুরিয়াম এটি। কক্সবাজার শহরের ঝাউতলায় ২০১৭ সালে ৬৭ কোটি টাকা ব্যয়ে প্রথম যাত্রা শুরু করে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। শুরুতেই পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দেয় ভ্রমণকেন্দ্রটি।

‘সাগরতলের রহস্য’ হিসেবে পরিচিত অ্যাকুরিয়ামটির ভেতরে ঢুকলেই দেখা মিলতে পারে রাক্ষুসে হাঙর কিংবা বিশাল সামুদ্রিক কচ্ছপের। প্রবেশমুখেই হয়ত মানুষখেকো পিরানহা মাছ ধারালো দাঁত খুলে তেড়ে আসতে পারে। গা ঘেঁষে চলে যেতে পারে কুচে, কচ্ছপ, কাঁকড়া, আউসসহ নানা প্রাণী। দেশেই এ ধরনের অ্যাকুরিয়ামে মুগ্ধ পর্যটকরাও।

উদ্যোক্তরা বলছেন, পর্যটকদের সাগরতলের রহস্য জানাবার জন্য এই আয়োজন।

টাকার অভাবে হাসপাতালের বিল পরিশোধ করতে পারছেন না ফারুক

সাগরের বিলুপ্ত বিভিন্ন প্রাণী সংরক্ষণ শুধু বিনোদনের জন্য নয়, এটি সাগরের জীববৈচিত্র্য ও প্রাণী সম্পর্কে জানার একটি শিক্ষাকেন্দ্র। পর্যটন শিল্প বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন পর্যটকরা।