স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। বৃহস্পতিবার (২ মার্চ) নিজ জেলা শহর ফেনীর গ্রান্ড সুলতান কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
পরিবারের পছন্দেই বিয়ে করেছেন এই সাইফউদ্দিন। তার স্ত্রীর নাম কাজী ফাতেমা-তুজ-জারা। গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফাতেমা। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
এর আগে, বৃহস্পতিবার (২ মার্চ) রাত ১০টা নাগাদ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে দুইটি ছবি শেয়ার করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাইফউদ্দিন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন ।
উল্লেখ্য, ইনজুরির কারণে অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন এই অলরাউন্ডার। সবশেষ ২০২১ সালের জুনে ওয়ানডে খেলেছিলেন। এছাড়া নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। বয়ষভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা এই ক্রিকেটার সর্বশেষ বিপিএলে খুব একটা ভালো খেলতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।