সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, ৬ দিন বন্ধ থাকবে সব রিসোর্ট

রাষ্ট্রপতি

জুমবাংলা ডেস্ক : আগামী ১২-১৪ মে পর্যন্ত তিন দিনের সফরে সাজেক ভ্যালি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নিরাপত্তাজনিত কারণে বাড়তি সতর্কতার জন্য আগামী ৯-১৪ মে পর্যন্ত ছয় দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি।

রাষ্ট্রপতি

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসন, নিরাপত্তাবাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট কটেজ মালিকদের সংগঠনের নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমনের সময় তার নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা দেখা না দেয়, সেজন্য প্রশাসনের অনুরোধে আমরা আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত সব রিসোর্ট পর্যটকদের জন্য বন্ধ রাখছি। বৃহস্পতিবার সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাত্র ৩ সপ্তাহেই স্লিম হবার কার্যকরী উপায়

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী ১২ থেকে ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি সাজেকে তিন দিনের অবকাশ যাপন করবেন। এ সময়ে নিরাপত্তা বলয় জোরদার রাখতে ছয় দিন সাজেকের সবকটি রিসোর্ট ও কটেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ মে থেকে যথারীতি সব কটেজ পর্যটকদের জন্য খুলে দেয়া হবে।