বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘দরদ’ মুক্তির তারিখ জানা গেল। আগামী ৬ সেপ্টেম্বর ছবিটি বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে। ‘দরদ’ পরিচালনা করেছেন অনন্য মামুন। মুক্তির বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।
গত সোমবার এই ছবির প্রমোশনাল কন্টেন্ট প্রকাশ করার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে আসে সংশ্লিষ্টরা।
বিষয়টি নিয়ে অনন্য মামুন বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সোমবার দরদের কোনো কিছু মুক্তি পাচ্ছে না। পরে নতুন সময় জানানো হবে। আগেই জানানো হয়েছিল, ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি। বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ভাষায় মুক্তি পাবে। তেমনটাই করা হচ্ছে।
এর আগে ঈদুল আজহার দিন ছবিটির টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্প নির্মিত ‘দরদ’ সেই টিজার নজর কাড়ে। দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সঙ্গে দুর্দান্ত সাসপেন্স।
টিজার দেখে দর্শকরা বলছেন, দুর্দান্ত গল্পে কমার্শিয়াল হিট করতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে ‘দরদ’! পাশাপাশি ‘দরদ’ দিয়ে মুম্বাই-হায়দরাবাদ সবখানে পরিচিতি বাড়তে পারে শাকিবের। এতে আরও আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, এলিনা শাম্মী, সাফা মারওয়া প্রমুখ।
অনন্য মামুন বলেন, ৬ সেপ্টেম্বর ‘দরদ’ মুক্তির ঘোষণার মাধ্যমে আমাদের অফিসিয়াল প্রমোশন শুরু হতে যাচ্ছে। আগামীতে শাকিবিয়ানদের নিয়ে বড় আয়োজন করে প্রচারণায় আয়োজন হবে।
তিনি বলেন, বলেছিলাম ঈদ ছাড়া ‘দরদ’ মুক্তি দিয়ে হিট করে দেখাব। এখনও তাই বলছি, যেদিন রিলিজ হবে সেদিনই সিনেমা হলে উৎসবের আমেজ পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।