স্পোর্টস ডেস্ক : পুড়ে ছাই হয়েছে বঙ্গবাজারের কয়েক হাজার দোকান। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই নিঃস্ব হয়েছেন অনেক ব্যবসায়ী। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডার তার ফাউন্ডেশনের মাধ্যমে ২০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম।
মুশফিক নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, ‘আসসালামুয়ালাইকুম, সবাইকে রমজান মোবারক। আমি নিশ্চিত এতক্ষণে আপনারা সবাই বঙ্গবাজার বাজারের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। বিশেষ করে এটি রমজান মাসে হওয়ায় তারা খুব কঠিন পরিস্থিতির সম্মুখিন হয়েছেন। মুশফিকুর রহিম ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’
অন্যদেরও সাহায্য করার অনুরোধ করে তিনি আরও লিখেন, ‘এই রমজান মাসে যতটা সম্ভব এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের ভাই-বোনদের সাহায্য করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।