বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে দুই নায়িকা মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তীকে। আছেন বহুমাত্রিক অভিনেতা চঞ্চল চৌধুরী। তারকাবহুল ছবিটি বানিয়েছেন দেশের সবচেয়ে বাণিজ্যিক সফল নির্মাতা রায়হান রাফী।
বুধবার (১২ জুন) রাতে সাংবাদিকদের সঙ্গে প্রথমবার একই মঞ্চে ঢাকার অভিজাত এক হলরুমে বসলেন সবাই। অর্থাৎ সংবাদ সম্মেলনে মিলিত হলেন সবাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনেমাটি তৈরির নানা অজানা কথা। শিল্পীরা তাদের অভিজ্ঞতার গল্প শোনান সবাইকে। সেই সাথে প্রকাশ করা হয় তুফানের মুক্তির তারিখসহ আরো অনেক কিছু।
মিমি চক্রবর্তী বলেন, ‘আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্টে তৈরি করেছি। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন। যেন আগামী দিন আরও ভালো ছবি উপহার দিতে পারি। এটা আমার প্রথম বাংলাদেশি ছবি। আমি এ ছবিটা নিয়ে খুব আগ্রহী কারণ আপনাদের সবার প্রিয় সাকিব খান রয়েছেন।’
দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল বহুদিনের। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ তুফানের এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য।’
সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘ক্লাসিক্যাল ও কর্মাশিয়াল দুইয়ের কম্বিনেশনে এ ছবি উপস্থাপন করা হয়েছে। গান ও ট্রিজার মুক্তির পরে বিশ্বের বিভিন্ন দেশের কনটেন্ট ক্রিয়েটররা রিভিউ দিচ্ছে। এ তুফান শুধু বাংলাই নয় এ তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে। এ তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে।’
পরিচালক রায়হান রাফী বলেন, “তুফান এমন একটা ছবি যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন ভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। তুফান তেমন একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার স্কেলটাকে অনেক হাই করবে।”
খোলা ছাদেই কোমর দুলিয়ে দুর্দান্ত নাম দিলো মোনালিসা, ভাইরাল ভিডিও
ঈদুল আযহায় দেশব্যপী মুক্তি পাচ্ছে ‘তুফান’। আলফা আই স্টুডিওস লিমিটেডের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্র নিয়ে এরই মধ্য দেশব্যপী ঝড় উঠেছে। ঢালিউড মেগাস্টার শাকিব খানের লুক, প্রীতম হাসানের গান, চঞ্চল চৌধুরীর উপস্থিতি- সব মিলিয়ে দর্শকের আগ্রহের পারদ এখন সব মাত্রা ছাড়িয়ে গেছে। দেশের প্রধান প্রধান মাল্টিপ্লেক্স ও বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহগুলো এরই মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে ‘তুফান’ প্রদর্শনের। মোদ্দা কথা, শাকিব খানের তুফানি ঝড়ে উড়ে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।