স্পোর্টস ডেস্ক: রমজান আসলেই মানুষের দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন আসে। সারা দিন রোজা রাখার পর কিছুটা সময় বিশ্রাম নিতে চায় সবাই। এই বিশ্রাম বেশি দরকার হয় ফুটবল খেলোয়াড়দের। আর তাই রোজার মাসে মুসলিম খেলোয়াড়দের জন্য অনুশীলনের সময়ই পরিবর্তন করে ফেলেছে লিভারপুল।
লিভারপুলে সিনিয়র দলে আছেন চার মুসলিম ফুটবলার। তারা হচ্ছেনঃ সালাহ, মানে, কোনাতে ও কেইতা। রোজার মাসে অনুশীলনের সময় পরিবর্তন করতে দলের অধিনায়ক জর্ডান হেনডারসনের সঙ্গে কথা বলেন তারা। সেই হেনডারসন কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে কথা বলেন অনুশীলনের সূচি পরিবর্তন করার জন্য। আর তাতে রাজি হন দলের জার্মান কোচ।
বিইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মানে বলেন, ‘খেলা, অনুশীলন ও রোজা রাখা একসঙ্গে চালিয়ে যাওয়া মোটেই সহজ কাজ নয়। তবে রোজা শুরুর আগে আমরা অধিনায়কের সঙ্গে কথা বলেছি। সে আমাদের হয়ে কোচকে বলেছে, অনুশীলনের সূচি সকালে নিতে পারলে ভালো হয়। আমাদের জন্য তাতে কাজটা একটু সহজ হয়। হেনডারসন কোচের সঙ্গে কথা বলার পর কোচ এতে রাজি হন যাতে আমাদের সুবিধাই হয়েছে, নিজেদের সেরাটা দিতে পারছি।’
বুধবার (২৭ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে ভিয়ারিয়ালকে হারায় লিভারপুল। সেই ম্যাচে রোজা রেখেই খেলেছিলেন মানে, সালাহ ও কোনাতে। যদিও ম্যাচের ৭৩তম মিনিটে কোচ মানেকে উঠিয়ে নেন। তবে পুরো ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন মানে ও কোনাতে।
ম্যাচের দিন একটু বেশি গুরুত্ব দিয়েই থাকে খেলোয়াড়রা। রোজার মাসে ম্যাচের দিন খেলোয়াড়দের সময়টা কেমন কাটে তাও জানালেন মানে। সেনেগালের এই খেলোয়াড় বলেন, ‘কাজটা কঠিন হলেও ম্যাচের দিনটা সব সময়ই বিশেষ কিছু। রোজা রেখে খেলা তো কঠিন; তবে লিভারপুল সব সময়ই আমাদের জন্য সবকিছু সহজ করার চেষ্টা করে থাকে। দলের পুষ্টিবিদ আমাদের জন্য সবকিছু এত সহজ করে দেয় যে, ম্যাচের দিনও রোজা রাখতে পারি আমরা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।