স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি তুলেছিল বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। দশ মাস পরে ওই বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাফুফে।
বাংলাদেশ নারী দলের ৩১ জন ফুটবলারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে বাফুফে। তাদের বেতনের কাঠামোও ভিন্ন। সর্বোচ্চ বেতনের তালিকায় রাখা হয়েছে অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫জন ফুটবলারকে। তারা প্রতি মাসে ফেডারেশন থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে বেতন পাবেন।
দশজন আছেন মাসে ৩০ হাজার টাকা বেতনের তালিকায়। চারজনকে মাসে ২০ হাজার টাকা করে বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দুই জন মাসে বাফুফের থেকে ১৫ হাজার টাকা করে বেতন পাবেন। বুধবার ফেডারেশন এই তালিকা প্রকাশ করেছে।
৫০ হাজার টাকা বেতনের তালিকায় যারা: সাবিনা খাতুন, রূপনা চাকমা, মাসুরা পারভীন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নিলা, আনাই মগিনি, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, ঋতু পর্ণা চাকমা, সানজিদা আক্তার, মার্জিয়া, শ্রীমতি কৃষ্ণারানী সরকার, তহুরা খাতুন।
৩০ হাজার টাকা বেতনের তালিকায় যারা: স্বপ্না রানী, আফিনা খন্দকার, শাহেদা আক্তার রিপা, স্বর্ণা রানী মন্ডল, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, সুমাইয়া মাতসুষিমা, উন্নতি খাতুন।
২০ ও ১৫ হাজারের তালিকায় যারা: হালিমা আক্তার, কোহাটি কিসকু, নাসরিন আক্তার, ইতি খাতুন এবং মিস রুপা, আইরিন খাতুন (শেষ দু’জন ১৫ হাজারের তালিকায় আছেন)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।