স্পোর্টস ডেস্ক : সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একই গ্যালারিতে বসে বক্সিং ম্যাচ দেখেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও পর্তুগিজের বিশ্বসেরা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সালমানের পাশে বসা বান্ধবী জর্জিনা রদ্রিগেজসহ রোনালদোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
তবে আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেখানে সালমানকে চিনলেনই না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। ভিডিওতে দেখা যায়, পাশে দাঁড়িয়ে আছেন সালমান খান। বান্ধবী জর্জিনার হাত ধরে বক্সিং রিংয়ের দিকে হেঁটে যাচ্ছেন রোনালদো। সালমানের দিকে না তাকিয়ে চলে এই তারকা ফুটবলার।
Salman bhai ignoring Ronaldo. Major flex. Tiger Zinda etc. pic.twitter.com/e7PUVcKFZ4
— Gabbar (@GabbbarSingh) October 30, 2023
এরপর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর সঙ্গে হাত মেলান এবং জড়িয়ে ধরেন। তবে সালমানের সঙ্গে কুশল বিনিময় না করেই চলে যান রোনালদো।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি বক্সিং ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে রোনালদো ও সালমান ছাড়াও ওই হাইভোল্টেজ বক্সিং ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের অনুরাগীরাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।