স্পোর্টস ডেস্ক : তৃতীয় উইকেট জুটিতে কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল প্রতিরোধ গড়েছিলেন। ভারতের দেওয়া ৩৯৮ রান তাড়ায় ৩৯ রানে ২ উইকেট হারিয়ে ১৮১ রানের জুটিতে নিউজিল্যান্ডকে খেলায় রাখেন এ দুই ব্যাটার। এই জুটি ভাঙতে হাপিত্যেশ অবস্থা ভারতীয় বোলারদের। ত্রাতা হয়ে আসেন মোহাম্মদ সামি।
উইলিয়ামসনকে ফিরিয়ে জুটি ভাঙার পর টম ল্যাথামকে ফেরান খালি হাতে। এর আগের ২ উইকেটও সামির।
বিশ্বকাপজুড়েই বল হাতে এমন ছন্দে আছেন সামি। তাতেই গড়েছেন বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড।
মাত্র ১৭ ইনিংসে ৫০ উইকেটের মালিক সামি। এর আগে ১৯ ইনিংসে এই মাইলফক স্পর্শ করে রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।
বলের হিসাবেও এই তালিকায় সবার ওপরে সামি। মাত্র ৭৯৫ বলে বিশ্বকাপে উইকেটের ফিফটি ছুঁয়েছেন তিনি।
স্টার্ক ৫০ উইকেট নিতে বল করেছিলেন ৯৪১টি। ১১০০ বলের নিচে আর কোনো বোলার ৫০ উইকেট নিতে পারেননি।
সব মিলিয়ে সপ্তম বোলার হিসেবে বিশ্বকাপে ৫০ উইকেটের এলিট ক্লাবে সামি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।