বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং তাদের এ সিরিজের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে দুটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। মিড বাজেটে এই ফোনদুটি Samsung Galaxy A25 5G এবং Samsung Galaxy A15 5G নামে পেশ করা হয়েছে। এই পোস্টে নতুন Samsung Galaxy A25 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Samsung Galaxy A25 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Samsung Galaxy A25 5G ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে ওয়াটার ড্রপ নচ 1080 x 2340 পিক্সেল
রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 1000 নিটস ব্রাইটনেস এবং সুপার এমোলেড প্যানেল রয়েছে।
প্রসেসর: এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস 1280 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: ভারতে এই ফোনটি 8GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। এর সঙ্গে এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: Samsung Galaxy A25 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ওআইএস ফিচারযুক্ত এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড
অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
কানেক্টিভিটি: এই ফোনে 12 5G ব্যান্ড সাপোর্ট পাওয়া যায়। এছাড়াও এতে ডুয়েল সিম, Wi-Fi ও ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
সিকিউরিটি: সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 ও ওয়ানইউআই এ কাজ করে।
Samsung Galaxy A25 5G এর দাম
* কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A25 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
* এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
* ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা দামে পেশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।