লঞ্চ হতে চলেছে মিড বাজেটের মধ্যে স্যামসাংয়ের সেরা স্মার্টফোন

Samsung Galaxy A26

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই Samsung Galaxy A26 স্মার্টফোন লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে এই ফোনের সাপোর্ট পেজ লাইভ হয়ে যাওয়ার ফলে এই সম্ভাবনা আরও বেড়ে গেছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই বিষয়ে কোনো ঘোষণা করা না হলেও খুব তাড়াতাড়ি এই মিড বাজেট ফোনটি লঞ্চ করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এর আগেও Galaxy A26 ফোনের ডিটেইলস লিক হয়েছিল। এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলেও শোনা যাচ্ছে।

Samsung Galaxy A26

Samsung Galaxy A26 ফোনের সাপোর্ট পেজ
Samsung UK, Ireland এবং Latin America এর অফিসিয়াল ওয়েবসাইটে Galaxy A26 ফোনের সাপোর্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।
এই পেজে কোনো ফোনের অফিসিয়াল নাম সম্পর্কে উল্লেখ করা না হলেও, মডেল নাম্বার SM-A26B/DS লেখা রয়েছে এবং আগের সার্টিফিকেশন অনুযায়ী এটি Galaxy A26 স্মার্টফোন বলেই মনে করা হচ্ছে।
সাপোর্ট পেজে আপকামিং ফোনটি সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি। তবে পেজ দেখে বোঝা যাচ্ছে ফোনটি এইসব বাজারে পেশ করা হবে এবং শীঘ্রই লঞ্চ করা হবে।
ভারতের বাজারেও Galaxy A26 ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
লিক অনুযায়ী কোম্পানি তাদের Galaxy A-সিরিজের লেটেস্ট স্মার্টফোন হিসাবে Galaxy A26, Galaxy A36 এবং Galaxy A56 ফোনগুলি লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A26 ফোনটি সম্পর্কে জানা গেছে…
ডিজাইন: লিক অনুযায়ী Galaxy A26 ফোনে নতুন ডিজাইনের ক্যামেরা মডিউল থাকতে পারে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে ওয়াটার ড্রপ নচ এবং Galaxy A25 ফোনের মতো পলিকার্বনেট বডি দেওয়া হতে পারে।
ডিসপ্লে: Galaxy A26 ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.64/6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে Galaxy A25 ফোনের 6.5 ইঞ্চির স্ক্রিনের চেয়ে বড় ডিসপ্লে থাকবে বলেই শোনা যাচ্ছে।
প্রসেসর: Galaxy A26 ফোনে কোম্পানির নিজস্ব Exynos 1280 SoC যোগ করা হতে পারে। অন্য রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনে Galaxy S24 FE স্মার্টফোনে ব্যাবহৃত Exynos 2400e প্রসেসর থাকতে পারে।
ব্যাটারি: এই ফোনে 4,565mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে, সম্ভবত এই ফোনটি 5,000mAh রেটেড ব্যাটারি সহ বাজারে আনা হতে পারে। FCC লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এই ফিচার আগের Galaxy A25 ফোনের মতোই হবে।
অন্যান্য ফিচার: Galaxy A26 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং One UI 7 সহ পেশ করা হতে পারে। এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
Galaxy A26 ফোনের দাম Galaxy A25 ফোনের মতোই হবে বলে আশা করা হচ্ছে। মনে করিয়ে দিই এই আগের মডেলটি 26,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল।