বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গ্যালাক্সি সিরিজের আরও এক নতুন স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হতে চলেছে স্যামসাং। এবার যেই স্মার্টফোন আসবে তাতে শুধু 5G কানেক্টিভিটি থাকবে না মিলবে দারুণ ব্যাটারি ব্যাকআপ। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেশী দেশ ভারতে ৬ জুনে লঞ্চ হবে Samsung Galaxy F54।
6,000mAh ব্যাটারি এবং ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট থাকছে এই 5G ফোনে। ৩০ মে থেকে ফোনের প্রি-বুকিংও শুরু করে দিয়েছে কোম্পানি। এই প্রি-বুকিংয়ের জন্য টোকেন মূল্য রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 999 টাকা। জানা গেছে, যে সব কাস্টমার প্রি-বুকিং করবেন তারা ভারতীয় মুদ্রায় 2,000 টাকা মূল্যের সমান সুবিধা লাভ করতে পারবে।
ভারতের ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। যদিও এখনও অবধি ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে মিড-রেঞ্জ স্মার্টফোনের ক্যাটাগরিতেই লঞ্চ হবে বলে জানা গিয়েছে। দেরি না করে ফোনের কিছু স্পেসিফিকেশন জানা যাক।
Samsung Galaxy F54 এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই স্মার্টফোনে মিলবে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে থাকবে LED ফ্ল্যাশ এবং অপটিকাল ইমেজ সাপোর্ট (OIS)। এটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপের সঙ্গে আসবে সুতরাং বাকি দুটি ক্যামেরা মিলবে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল।
সেলফি ও ভিডিও কলের জন্য সামনে মিলবে 32 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। ফোনের সামনে ওয়াটারড্রপ নচ ডিজাইনের মধ্যে পাবেন এই সেলফি ক্যামেরা।
এই ক্যামেরা পিছনে থাকবে বিশেষ AI ইঞ্জিন যা 4টি ভিডিও কিংবা 4টি ছবি সিঙ্গেল তেকে তুলতে সাহায্য করবে। এই কামেরার সঙ্গে রাতেও (Nightography) উজ্জ্বল এবং পরিষ্কার ছবি তুলতে পারবেন ইউজাররা।
স্টোরেজের ক্ষেত্রে মিলবে সর্বোচ্চ 8GB র্যাম এবং 256GB ইন্টার্নাল স্টোরেজ (যা মাইক্রো SD কার্ডের মাধ্যমে বাড়াতে পারবেন)। এই ফোনে প্রসেসর মিলবে Octa Core Exynos 1380 চিপসেট।
ব্যাটারির ক্ষেত্রে থাকছে 6,000mAh ক্যাপাসিটি এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং। 6.7 ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট মিলবে এই 5G স্মার্টফোনে।
জানা গেছে, Samsung Galaxy F54 5G 2টি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ হতে পারে। একটি 8GB ও256GB আরেকটি 8GB ও 128GB। ডার্ক ব্লু এবং সিলভার রঙের সঙ্গে আসতে চলেছে এই স্মার্টফোন। তবে কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত সদ্য একটি টিজারে গ্রিন ব্লু রঙেও দেখা গিয়েছে এই স্মার্টফোন।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।