আন্তর্জাতিক ডেস্ক : গাজা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলার দাবি করেছে ইসরাইলি বাহিনী। তবে এর জবাবে ইসরাইলি সেনাদের ‘কালো ব্যাগে’ করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বৃহস্পতিবার (২ নভেম্বর) এক টেলিভিশন ভাষণে ইসরাইলকে এই হুমকি দেন।
তিনি বলেন, ‘গাজায় নিজেদের সেনা নিহতের যে সংখ্যা ইসরাইলি বাহিনী জানিয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।’
ইসরাইলের উদ্দেশে আবু উবাইদা বলেন, তোমাদের সেনারা কালো ব্যাগে করে ফিরবে।
এর আগে, অবরুদ্ধ গাজা উপত্যকাকে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ‘কবরস্থান’ বানানোর ঘোষণা দেন আল কাসেম ব্রিগেডের মুখপাত্র। গত ৩১ অক্টোবর এক ভাষণে আবু উবাইদা বলেন, ‘মধ্যস্থতাকারীদের আমরা ইতোমধ্যে জানিয়েছি যে, আগামী কয়েক দিনের মধ্যে আমরা বেশ কয়েকজন বিদেশিকে (জিম্মিকে) ছেড়ে দেবো।’
তিনি আরও বলেন, আমরা আরও জানিয়েছি যে, এই গাজা উপত্যকাকে ইসরাইলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কবরস্থান না বানানো পর্যন্ত আমরা থামব না।
এদিকে, ইসরাইলি বাহিনীকে মোকাবিলায় লেবানন-ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে এবার ইরান-সমর্থিত প্রভাবশালী মিলিশিয়া গোষ্ঠী ইমাম হোসেন ব্রিগেড যোগ দিয়েছে বলে দাবি করেছে ইসরাইল।
ঐশ্বর্য রাই বচ্চনের মত দেখতে এই মেয়েটিকে দেখলে অবাক হয়ে যাবেন
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আরবি ভাষার মুখপাত্র অভিচয় আদরাই দাবি করেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহকে সহায়তার অংশ হিসেবে সিরিয়ায় মোতায়েনরত ইরান-সমর্থিত গোষ্ঠী ইমাম হোসেন ব্রিগেডের সদস্যদের দক্ষিণ লেবাননে স্থানান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।