১২ দিনের সংঘাতের পর দুই অঞ্চল ছাড়া আকাশসীমা খুলে দেয়া ও বিমান চলাচল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩ জুলাই) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলের আকাশসীমা ও বিমানবন্দর এখন থেকে পুনরায় ফ্লাইট পরিচালনার জন্য উন্মুক্ত।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনেয়ি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও দেশের উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিমানবন্দরগুলো ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে। তবে ইসফাহান ও তাবরিজ বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেই ওই বিমানবন্দরগুলোও চালু করা হবে। খবর
গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাবে তেহরান সম্পূর্ণ আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। এরপর ইরানও প্রতিশোধ হিসেবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ১২ দিনব্যাপী সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
যুদ্ধবিরতির পর ধাপে ধাপে আকাশসীমা খুলে দিচ্ছে ইরান। এরইমধ্যে পূর্বাঞ্চলের আকাশসীমা উন্মুক্ত করা হয়েছে এবং আন্তর্জাতিক আকাশপথে প্রবেশাধিকারও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।