স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের বাছাইপর্ব চলছে। আগামী ২৯ অগস্ট থেকে শুরু হবে মূল পর্ব। আর এবারের ইউএস ওপেন শেষেই টেনিসকে বিদায় জানানোর কথা ইচ্ছে ছিল টেনিস কন্যা সানিয়া মির্জার। কিন্তু হাতের চোটের কারণে নিজের নাম প্রত্যাহার করে নিলেন তিনি। পাশাপাশি তার অবসরের ভাবনাতেও এসেছে বদল।
ইনস্টাগ্রামে পোস্ট করে সানিয়া লিখেন, ‘বন্ধুরা একটি আপডেট দিতে চাই। যদিও ভালো খবর নয়। দুই সপ্তাহ আগে কানাডায় খেলার সময়ে আমার কনুইতে চোট লাগে। বুঝতে পারিনি যে, চোটের অবস্থা এরকম হবে।
গতকাল স্ক্যান রিপোর্ট পেয়েছি। দুর্ভাগ্যজনক ভাবে আমার চোটটা মারাত্মক। আমি কয়েক সপ্তাহ কোর্টের বাইরে থাকব।যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলাম। যদিও বিষয়টি সময়ের বিবেচনায় একেবারেই আদর্শ নয়। আমার অবসরের পরিকল্পনায় বদল আসবে। সেই ব্যাপারে পোস্ট করব।’
ক্যারিয়ারে ছয়বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া। এর আগে তিনি চলতি বছর জানুয়ারি মাসে জানিয়েছিলেন, টেনিস ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার মতো আর এনার্জি তিনি বোধ করেন না। ফলে বাধ্য হয়েই তিনি টেনিসকে বিদায় বলছেন। এখন দেখার সানিয়া কোন টুর্নামেন্ট খেলে টেনিসকে বিদায় জানান!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।