শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, যা বললেন সানিয়া মির্জা

শোয়েব মালিক-সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে মিডিয়ায় গুঞ্জন রটেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকে সঙ্গে বিচ্ছেদ হয়ে যাচ্ছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার।

শোয়েব মালিক-সানিয়া মির্জা

ইনস্টাগ্রামে সানিয়া মির্জার একটি পোস্ট থেকেই প্রথম ইঙ্গিত পাওয়া যায় শোয়েব মালিকের সঙ্গে তার সম্পর্ক ভাঙনের। বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে কথা হচ্ছিল।

শুক্রবার সানিয়া ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন। তাতে লেখা, ‘আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা অন্যদের আলোচনার বিষয় নয়। নিজেদের প্রয়োজনেই এই দূরত্ব। এক জনের সঙ্গে শুধু মাত্র একটা দূরত্ব রয়েছে মানেই তার ব্যবহার খারাপ এমন নয়। এটাও হতে পারে যে তার ব্যবহার আমার জন্য সঠিক নয়।’

ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লেখেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।’

ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। সেই সঙ্গে সানিয়া লেখেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’

তবে একটি সূত্রে জানা যায় সানিয়া-শোয়েব মালিক একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গিয়েছে। শোয়েব মালিকের অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে।

সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই গুঞ্জন আরও বেড়ে যায় সানিয়ার পোস্টের পর।

টেনিস থেকে বিদায় নিচ্ছেন সানিয়া মির্জা