জুমবাংলা ডেস্ক : সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৬০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটি দেশ থেকে এ সার কিনবে সরকার।
বুধবার (১১ জানুয়ারি) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সাঈদ মাহবুব খান বলেন, আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এ সার আমদানি করবে।
এতে ব্যয় হবে ১৫০ কোটি ৮ লাখ ৪ হাজার টাকা। অন্যদিকে, রাশিয়ার জেএসসি ফরেন ইকনোমিক করপোরেশন হতে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার নিবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কেনা এ সারে খরচ হবে ১৮৩ কোটি ৫১ লাখ ৬০ হাজার ৬০০ টাকা।
তবে আগের তুলনায় এবার সারের দাম কম পরছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।