বিনোদন ডেস্ক : প্রায় একসঙ্গে দুটি ছবি মুক্তি নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ছবি দুটির প্রচার এখন জোর কদমে চালাচ্ছেন সাইফকন্যা। তার ছবি দুটি হলো ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ এবং ‘মার্ডার মুবারক’।
সম্প্রতি আরজে স্তুতিকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা আলি খান বলেন, ‘আমি এটা ভেবে খুবই বিরক্ত হতাম, যখন ভাবতাম কেউ আমায় নকল করছে। এই যেমন আমি কারও সঙ্গে দেখা হলেই নমস্কার করি বা কিছু। এটা কোনো অভিনয় নয়। আমি মনে দিয়ে করি এটা। আমার ভক্তরা জানেন এটা আমার স্টাইল। এখন দেখি সব অভিনেত্রী এটা করছেন।’
সারা আরও বলেন, ‘আমি একা আগে ভারতীয় পোশাক পরে, ভেজা চুলে যেতাম। তার পর দেখি আমায় দেখে অন্যরাও তাই করছে। কিন্তু আমি জানি আমার দর্শকরা আমায় চিনে গেছে। তাই এসব নিয়ে আর ভাবি না। অনেকে তো সেসব পোস্টে লেখেন যে সারাকে কপি করছে। এখন আমি বলি ঠিক আছে যা পারো করো।’
সারা আলি খানকে আগামীতে অ্যায় ওয়াতান মেরে ওয়াতান ছবিতে দেখা যাবে। এখানে তিনি ঊষা নামক একটি চরিত্রে অভিনয় করবেন। যে রেডিও চালিয়ে স্বাধীনতা সংগ্রামে সাহায্য করে। এই ছবিতে তার সঙ্গে আছেন সচিন খেদেকর, অভয় ভার্মা, স্পর্শ শ্রীবাস্তব, আনন্দ তিওয়ারি, প্রমুখ। ইমরান হাশমিকে বিশেষ চরিত্রে দেখা যাবে।
এ ছাড়া আগামীতে তাকে ‘মেট্রো ইন দিনো’ ছবিতেও দেখা যাবে। অনুরাগ বসুর এই ছবিটি ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে। এখানে তিনি ছাড়া আছেন আদিত্য রায় কাপুর, কঙ্কনা সেন শর্মা প্রমুখ। এ ছাড়া মার্ডার মুবারক ছবিটি সদ্যই মুক্তি পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।