জুমবাংলা ডেস্ক : রাজধানীতে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ করেন তারা।
এসময় তারা স্বাস্থ্য উপদেষ্টার একদফা দাবি নিয়ে নানা স্লোগান দেন।
এরআগে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেটের পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা।
পরে হাইকোর্টের প্রথমদফা রায় তাদের পক্ষে আসায় বিক্ষোভ সমাপ্ত করে কর্মস্থলে ফিরে যান ইন্টার্ন চিকিৎসকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।