স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। যে আর্জেন্টিনা টুর্নামেন্টের শুরুতেই হেরেছিল সৌদি আরবের বিরুদ্ধে। শক্তিমত্তায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে যোজন যোজন দূরে এগিয়ে থাকায় সৌদি আরব খেলতে পারে দক্ষিণ এশিয়ান বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলে। যেখানে খেলবে বাংলাদেশের সাথেও।
সৌদি আরবের মত শক্তিশালী দেশের সাফ খেলার সম্ভবনা তৈরী হয়েছে সাফের পক্ষ থেকে সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোয়।
আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ-সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসর থেকে সাফ ফুটবলের মর্যাদা আরো বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। সেজন্য এশিয়ান ফুটবলে র্যাংকিয়ে উপরের দিকের দুটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সৌদি আরবই শুধু নয়, এবার আমন্ত্রণ পাচ্ছে মালয়েশিয়াও। শ্রীলংকার উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় এবার সাফে এই দ্বীপদেশটি খেলতে পারছে না। ফলে দেশের সংখ্যা বাড়াতে সৌদি আরবের সাথে মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
সৌদি আরব এখনো সাফে অংশগ্রহণের বিষয়ে কিছু জানায়নি। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনে মূল্য লক্ষ্য বিশ্বকাপে খেলা সৌদি দলটি এই আসরে খেলুক। তাহলে নতুন মাত্রা পাবে সাফ ফুটবল। ভবিষ্যতে এশিয়ার ভালোমানের দেশগুলোরও সাফে খেলার আগ্রহ বাড়বে।
সৌদি ও মালয়শিয়া যদি অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে, তখন অন্যদেশকে আমন্ত্রণ জানানো হবে। ১২ মে ঢাকায় হবে সাফের কংগ্রেস। সেখানে সাফ ফুটবলের গ্রুপিংস ও ড্র’ও অনুষ্ঠিত হবে। সেদিনই নিশ্চিত হওয়া যাবে, দক্ষিণ এশিয়ার বাইরে কোন কোন দেশ খেলছে সাফ ফুটবলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।