স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে ফর্ম নিয়ে লড়াই করছেন বিরাট কোহলি। ২০১৯ সালের নভেম্বর মাসের পর আর কোন সেঞ্চুরি পাননি ভারতের টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলি। সেই থেকেই তিনি ভুগছেন ফর্মহীনতায়।
নানা চেষ্টার পরও বিরাট এখন পর্যন্ত স্বভাবসুলভ ফর্মে ফিরতে পারেননি। তাই স্বাভাবিকভাবেই সব টুর্নামেন্ট ও সিরিজের আগেই ওঠে প্রশ্ন, বিরাট ফর্মে ফিরবেন কবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি এ নিয়ে আগেও কথা বলেছেন। এশিয়া কাপের আগেও আরেকবার কোহলিকে নিয়ে কথা বললেন তিনি।
কোহলি প্রসঙ্গে সৌরভ বলেন, ‘তাকে অনুশীলন করতে দিন, ম্যাচ খেলতে দিন। সে অনেক বড় মাপের ক্রিকেটার এবং অনেক অনেক রান করেছে। আমি আশা করি, সে ফিরে আসবে। সে শুধু সেঞ্চুরিটাই করতে পারছে না। আমি বিশ্বাস করি, এশিয়া কাপেই সে তার ফর্ম খুঁজে পাবে।’
আর কিছুদিন পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থেকে এশিয়ার এই মেগা ইভেন্টে ভারতীয় দলে ফিরবেন কোহলি।
২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা করবে ভারত। পাকিস্তান ছাড়াও ভারতের গ্রুপে থাকবে কোয়ালিফায়ার খেলে আসা আরেকটি দল। এশিয়া কাপের আরেকটি গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।