মোঃ সোহাগ হাওলাদার, আশুলিয়া : প্রায় ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এসময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার’কে আটক করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম। এর আগে সাভারের সালেহপুর ইউটার্ণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে পলিথিন জব্দ করা হয়।
আটককৃত চালকের নাম মোঃ শাহাবুল আলম (২৫)। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার সহযোগী হলেন- পঞ্চগড় জেলার বোদা থানার নন্দপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ আইয়ুব আলী।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পলিথিন ভর্তি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে কাভার্ড ভ্যানের ভিতরে থেকে ২৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৪.৮ কেজি করে মোট ৬ হাজার ৮২০ কেজি পলিথিন ছিল। যার মুল্য আনুমানিক ৮ লাখ টাকা।
Tecno Pova 6 5G: 108MP ক্যামেরা নিয়ে শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে!
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকার পলিথিন জব্দ করে দুই জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।