ঢাকার সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের দাবি, ডাকাতরা চেষ্টা করলেও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন।

এর আগে ভোর সাড়ে ৪টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরাইন–সাভার সড়কের কালিয়াকৈর এলাকায় সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই সড়ক দিয়ে একটি প্রাইভেটকার চলাচল করছিল। এ সময় সড়কের ওপর ফেলা গাছের কারণে গাড়ির গতি কমে গেলে কয়েকজন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে প্রাইভেটকারটির গতিরোধের চেষ্টা করে।
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকার চালক গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে ডাকাতরা গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটির জানালার কাচ ভেঙে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে কিছু সময়ের জন্য ওই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক না থাকায় পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের পিছু ধাওয়া করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি। তবে এটি ঠিক কোন সড়কের দৃশ্য—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


