মোঃ সোহাগ হাওলাদার : ঢাকার সাভারে রিকশাযোগে যাওয়ার সময় ইতি খানম (৩৮) নামের এক নারী পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য।
রবিবার (৯ মার্চ) রাত ৯ টার দিকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া। এর আগে আজ দুপুরে সাভার পৌরসভার থানা রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইতি খানম সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে তিনি বসবাস করছেন। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরে ওই নারী কনস্টেবল রিকশাযোগে এনাম মেডিকেলের দিকে যাচ্ছিলেন। তিনি এনাম মেডিকেলের পিছনে পৌছলে লোহার রড় হাতে এক যুবক ওই নারী কনস্টেবলের ওপর হামলা করেন।
এসময় লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
Realme P3 Pro 5G: সেরা ফিচারের 5G স্মার্টফোনে চলছে বিশাল ছাড়!
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী পুলিশ সদস্য। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।