বিনোদন ডেস্ক : প্রত্যেক মানুষের জীবনে তার সবথেকে আবেগ তাড়িত অধ্যায় তার স্কুল জীবন। আজ স্মৃতির পাতা উল্টে প্রত্যেকেই ফিরে যেতে চায় সেই স্কুল জীবনের অলিতে গলিতে। বাঁচতে চায় সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলিকে আঁকড়ে ধরে।
তবে ৯০ দশকের ছেলেমেয়েদের শৈশবকালে স্কুল জীবনটা ছিল অন্যরকম। তখন ছিলনা স্মার্টফোনের রমরমা তাই অনুষ্ঠানগুলোতে মজে থাকতো সকলে। সম্প্রতি স্কুলের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা এক ছোট্ট মেয়ের ভিডিও সকলকে মনে করিয়ে দিয়েছে নিজের হারিয়ে যাওয়া শৈশবের কথা।
ভিডিওটিতে “ময়না ছলাৎ ছলাৎ চলে রে” গানটিতে সাতবছরের এক খুদে কন্যাকে ডান্স পারফর্ম করতে দেখা যাচ্ছে। সম্ভবত কোন স্কুলের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে সে। সামনে বসে আছেন শিক্ষক-শিক্ষিকা তথা সহপাঠী ছাত্রছাত্রীরা এবং তার মাঝেই মধ্যমণি হয়ে অসাধারণ নৃত্য পরিবেশন করেছে সে। সোশ্যাল মিডিয়ায় এই ছোট্ট একরক্তি মেয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।
এদিন ছোট্ট মেয়েটি প্রকাশ্যে এসেছিল একেবারে গ্রাম্য বালিকা রূপে। লাল পাড় হলুদ শাড়ি,কোমরে কোমরবন্ধ ও মাথায় মাথায় লাল ফুলের খোপায় ধরা দিচ্ছিল মাটির টান। এত ছোট্ট একটি শিশুর এত সুন্দর একটি পরিবেশনায় মুগ্ধ সকলে। যা আমাদের ফিরিয়ে নিয়ে গেছে আমাদের ছোটবেলার স্কুলের বার্ষিক আয়োজিত অনুষ্ঠান গুলিতে।তবে সেই সকল সময়ের স্মৃতি গুলোকে ক্যামেরাবন্দি করে রাখা না হলেও ভাইরাল হওয়া এই ভিডিওটি আমাদের হৃদয়ের অন্তরাল থেকে সেই আবেগকে উদ্বেলিত করেছে।
নুর আলম নামে এক জনৈক ব্যক্তি সাম্প্রতিককালে ছোট্ট মেয়ের এই নাচের ভিডিওটি ইউটিউবে আপলোড করেছিলেন। যাতে ইতিমধ্যেই ভিউজ প্রায় ছয় লাখ ছাড়িয়ে গেছে। সাথে হাজার হাজার লাইক এর বন্যার পাশাপাশি কমেন্ট সেকশনে বয়ে গেছে প্রশংসার ঝড়!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।