জুমবাংলা ডেস্ক : অল্প বয়সে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই স্কুল শিক্ষার্থীর মধ্যে। বিষয়টি জানাজানি হয়ে চাপ আসে বিয়ে দেওয়ার জন্য। তবে প্রশাসনের হস্তক্ষেপে, বিয়ে হলো না স্কুলছাত্র-ছাত্রীর।
বারহাট্টার অতিথপুর গ্রামে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ওই বিয়ে বন্ধ করে দেন।
জানা গেছে, অতিথপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রের সঙ্গে ওই গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার বিয়ের জন্য চাপ দেয়। একপর্যায়ে বিয়েতে রাজি হয় দুই পরিবার। বৃহস্পতিবার রাতে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন বাল্যবিয়ে বন্ধ করে দেয়।
ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, ইউপি সদস্যকে পাঠিয়ে বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।