বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যেকোনো তথ্যের প্রয়োজন হলেই আমরা শরণাপন্ন হই গুগলের। তবে যারা সবকিছুতেই গুগলের ওপর নির্ভর করেন, তাদের জন্য রয়েছে সতর্কতা সংকেত। গুগলে দেখা অনেক জিনিস আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ গুগল কেবল একটি অনলাইন প্ল্যাটফর্ম দেয় যেখানে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য দেখা যায়। তাই গুগলে দেখা সব তথ্য যে সঠিক ও নির্ভুল হবে, এটা মনে করার কোনও কারণ নেই। তাই গুগলের অনুসন্ধান বাক্সে সব সমস্যার সমাধান খুঁজতে যাবেন না। জেনে নিন কোন কোন সমস্যার সমাধান গুগলে খুঁজবেন না।
১। কোনও সফটওয়্যার প্রয়োজন হলে সেটা গুগলে সার্চ করতে যাবেন না। কারণ, দুর্বৃত্তরা কারসাজি করে অনেক সফটওয়্যার ডাউনলোডের জন্য প্রলুব্ধ করতে পারে। মনে রাখতে হবে, ভুয়া অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার চলে আসতে পারে। এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। মোবাইল অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করতে সরাসরি অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে বা আইফোনের জন্য অ্যাপ স্টোরে যান।
২। অসুস্থতার জন্য ওষুধ খুঁজবেন না গুগলে। গুগলে দেখা তথ্য অনুযায়ী ওষুধ কিনে বিপদে পড়তে পারেন। এসব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন।
৩। ব্যাংকের সেবা সম্পর্কে জানতে বা জরুরি কোনও তথ্য জানতে গুগল করবেন না। বরং আপনি যে ব্যাংকে লেনদেন করেন তাদের অনলাইন ঠিকানাটা মনে রাখুন। সঠিক ইউআরএল বা লিংক ছাড়া অনলাইনে খুঁজে তাদের সাইট বা সেবা সম্পর্কে জানার চেষ্টা করলে প্রতারণার শিকার হতে পারেন। কারণ অনেক সময় ব্যাংকের ওয়েবসাইটের আদলে ফিশিং সাইট তৈরি করে রাখে দুর্বৃত্তরা। ভুলে এমন কোনও সাইটে গিয়ে নিজের আইডি-পাসওয়ার্ড দিয়ে ফেললেই সর্বনাশ।
৪। গ্রাহক সেবার নম্বর খুঁজবেন না গুগলে। দুর্বৃত্তরা অনলাইনে বিভিন্ন সেবার ভুয়া নম্বর ও ওয়েবসাইট দিয়ে রাখে। অনেকেই গুগলে গিয়ে ভুয়া সাইটের নম্বর নিয়ে ফোন করে প্রতারিত হন। গুগলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্ক্যামের শিকার হন গ্রাহক সেবার নম্বর খোঁজ করতে গিয়ে।
৫। ‘ফ্রি অ্যান্টিভাইরাস’ খোঁজ করতে যাবেন না গুগলে। অসংখ্য ভুয়া সফটওয়্যার রয়েছে গুগলে, যা আপনার ডিভাইসের জন্য ক্ষতির কারণ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।