স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেট অঙ্গনে এখন আলোচনার বড় নাম মাহমুদউল্লাহ রিয়াদ। পরীক্ষিত এবং অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে বিসিবি। রিয়াদকে দলে ফেরানোর দাবিতে বুধবার (১৬ আগস্ট) প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘মাহমুদউল্লাহ রিয়াদ সমর্থক গোষ্ঠী’।
এ সময় তারা রিয়াদকে জাতীয় দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। এশিয়া কাপের দলে রিয়াদের পরিবর্তে যাদের দলে নেওয়া হয়েছে, তাদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেন সমর্থকরা। একজন বলেন, উনাকে বাদ দিয়ে বাকি যে তিনজনকে নেওয়া হয়েছে, তাদের পারফরম্যান্স বেশ খারাপ।
রিয়াদের ভক্তদের ধারণা, প্রধান কোচের চাপে বিসিবি রিয়াদকে বাদ দেওয়ার মতো হঠকারি সিদ্ধান্ত নিয়েছে। তাই এই ক্রিকেটারকে ফেরানো না হলে তারা ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেবেন।
এদিকে, রিয়াদকে জাতীয় দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এক রিয়াদ ভক্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রিকেটপ্রেমী মানুষ। ওনার হস্তক্ষেপ কামনা করছি। এর আগে, রিয়াদকে দলে ফেরানোর দাবিতে তার নিজ জেলা ময়মনসিংহেও মানববন্ধন করেছেন সমর্থকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।