পাকিস্তানকে নিয়ে শেহবাগের বিদ্রুপ

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে ইতোমধ্যে তিন দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি এক দলের জায়গা এখনো নির্ধারিত হয়নি। তবে শ্রীলংকাকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিতে ওঠার লড়াইয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লংকানদের দেওয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও ১৬০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে নিউজিল্যান্ড, সেমিফাইনালে দিয়ে রেখেছে এক পা। রানরেট বেশ ভালো কিউইদের (০.৭৪৩)। ফলে পাকিস্তান (রানরেট ০.০৩৬) তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও শেষ চারে নাম লেখানো কঠিন হবে। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে গেলে এখন কঠিন অঙ্ক বাবর আজমদের সামনে।

অসম্ভব এক সমীকরণের সামনে পাকিস্তানের। আগামীকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে প্রথমে ব্যাটিং করে বাবর আজমরা ৩০০ রান করলে ইংল্যান্ডকে অলআউট করতে হবে ১৩ রানের মধ্যে। আর প্রথমে বোলিং করে ইংল্যান্ড যদি ৫০ রানে অলআউট হয় তাহলে পাকিস্তানকে সেই রান করতে হবে ২.৫ ওভারে।

এমন কঠিন সমীকরণে তাই ধরেই নেওয়া যায় ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটা নিয়মরক্ষার। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এমন সমীকরণ দেখে বিদ্রূপ করতে ছাড়েননি ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ।

ভারতের ২০১১ সালের বিশ্বকাপজয়ী তারকা ওপেনার লিখেছেন, ‘পাকিস্তান জিন্দাভাগ। নিরাপদে ঘরে ফেরো।’ আর তার পোস্ট করা ছবিতে লেখা, ‘বাই বাই পাকিস্তান।’