আবির হোসেন সজল : জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক সরকার।

শিক্ষার মানোন্নয়নে অবদান, দক্ষ নেতৃত্ব ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর এই অর্জনে লালমনিরহাট জেলার শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা ও গৌরব যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলা স্কাউটস এবং সদর উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে মো. একরামুল হক সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে শিক্ষার গুণগত মান আরও এগিয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


