আন্তর্জাতিক ডেস্ক : শহরের এক কোণায় একটি ফলের রসের দোকান চালান এক যুবক। দোকানটি একটি বাস ডিপোর পাশে। ভালই বিক্রি। এদিকে কাছেই এক সাপুড়ে এসেছিলেন সাপের খেলা দেখাতে। তিনি বিন বাজিয়ে সাপের খেলাও দেখাচ্ছিলেন। লোকজন ভিড় করে খেলাও দেখছিলেন।
এক সাপুড়ে সাপের খেলা দেখাচ্ছেন শুনতে পেয়ে দোকান ছেড়ে ওই যুবক হাজির হন সাপের খেলা দেখতে। সেখানে গিয়ে তিনি সাপুড়ের কাছে আবদার করেন যে তিনি ১টি সাপের সঙ্গে সেলফি নিতে চান।
সাপুড়ে ১টি সাপ যুবকের হাতে তুলেও দেন। যুবক সাপটি হাতে পেয়ে সেটিকে নিজের গলায় জড়িয়ে ফেলেন। তারপর ফোন বার করে সেলফি তোলেন।
সাপটি কার্যত পোজই দেয় তাঁকে। সাপের সঙ্গে সেলফি নেওয়ার পর ওই যুবক সাপটিকে গলা থেকে নামানোর চেষ্টা করেন। আর ঠিক সেই সময় আচমকা সাপটি ছোবল বসিয়ে দেয় ওই যুবকের দেহে।
সাপের ছোবলের ফল কি হতে পারে তা সকলের জানা। সেখানে উপস্থিত সকলে তাই সময় নষ্ট না করে দ্রুত ওই যুবককে নিয়ে হাসপাতালে ছোটেন।
বিষধর সাপের প্রবল বিষ দ্রুত ছড়িয়ে পড়ে যুবকের দেহে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে রাস্তাতেই মৃত্যু হয় মণিকান্ত রেড্ডি নামে ওই যুবকের।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষার পর জানান যে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কান্দুকুর শহরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।