আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ-ই নিজের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে গিয়ে চমকে উঠলেন ভারতের চেন্নাইয়ের এক ফার্মেসি কর্মী। কারণ, মোহাম্মদ ইদ্রিস নামের এই ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছে ৭৫৩ কোটি টাকা!
জানা যায়, গত শুক্রবার এক বন্ধুকে দুই হাজার টাকা পাঠিয়েছিলেন মোহাম্মদ ইদ্রিস। পরে একবার তিনি নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করছিলেন। আর তখনই তিনি থ হয়ে যান। দেখেন তার অ্যাকাউন্টে ঢুকেছে ৭৫৩ কোটি টাকা। তবে রাতারাতি কয়েকশো কোটির মালিক হয়েও হুঁশ হারাননি তিনি। যোগাযোগ করেন ব্যাংকের সঙ্গে। এরপরই তার অ্যাকাউন্টটি ‘ফ্রিজ’ করে দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতিক সময়ে তামিলনাড়ুতে এমন ঘটনা ঘটল এই নিয়ে তৃতীয়বার। এর আগে এক ক্যাব চালকের অ্যাকাউন্টে এভাবেই ঢুকে পড়েছিল ৯ হাজার কোটি টাকা!
এ ছাড়াও আরেক ব্যক্তির অ্যাকাউন্টে আচমকাই ৭৫৬ কোটি টাকা ঢুকে পড়েছিল। কেনো এই ধরনের ঘটনা বার বার ঘটছে তা এখনও পরিষ্কার নয়। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এভাবে কোটি কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকে পড়ার ঘটনায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।