জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্টে প্রায় দুই হাজার মানুষের আত্মত্যাগের মাধ্যমে একটি ভয়াবহ স্বৈরশাসনের অবসান ঘটেছে। সেই অভিজ্ঞতার পর আবার রাজনীতির মাঠে কাউকে প্রাণ হারাতে হবে—এমন বাস্তবতা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনার দায় শুধু বিএনপির নয়, সরকারেরও নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (২৮ জানুয়ারি) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, তারেক রহমান দেশে ফেরার পর সরকার ও প্রশাসন যেভাবে একটি নির্দিষ্ট দলকে সর্বক্ষেত্রে সুবিধা দিতে তৎপর হয়ে উঠেছে, শেরপুরের সাম্প্রতিক ঘটনা তারই প্রতিফলন।
তিনি আরও লেখেন, গত দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতায় বহু মানুষের প্রাণ গেছে। বিষয়টি নিয়ে বারবার সতর্ক করা হলেও বিএনপি তা গুরুত্বের সঙ্গে নেয়নি। যদি তারা সেই সতর্কতা মানত, তাহলে আজ মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে প্রাণ হারাতে হতো না।
হাসনাত আব্দুল্লাহ পোস্টে আরও বলেন, তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে গিয়ে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথা বলছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’—এই বক্তব্য দিচ্ছেন। কিন্তু নিজের দলের নেতাকর্মীদের সহিংসতা থেকে বিরত রাখার কোনো সুস্পষ্ট পরিকল্পনা কী, তা আমাদের জানা নেই। বিএনপির নেতাকর্মীদের হাত থেকে যদি মানুষ নিজের জীবনই নিরাপদ রাখতে না পারে, তাহলে সেই ফ্যামিলি কার্ডের বাস্তব মূল্য কী—সেই প্রশ্নও তিনি তোলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


