শেষ টি-টোয়েন্টিতে জাকের আলী ঝড়ে ১৮৯ রানে থামলো বাংলাদেশ

jaker ali

খেলাধুলা ডেস্ক : তৃতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ১৮৯/৭ (জাকের ৭২*, রিশাদ ০*; লিটন ১৪, পারভেজ ৩৯, তানজিদ ৯, মিরাজ ২৯, শামীম ২, মেহেদী ০, তানজিম ১৭)

jaker ali

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার মিশনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জাকের আলী ঝড়ে ৭ উইকেটে তারা সংগ্রহ করেছে ১৮৯ রান। টস জিতে ব্যাট করতে নেমে বড় স্কোরের মঞ্চটা গড়ে দেন ওপেনার পারভেজ হোসেন। তার পর রানের চাকা সচল রাখেন মেহেদী হাসান মিরাজ। তবে ক্যারিবীয়দের ওপর ঝড় তুলে আসল তাণ্ডবটা চালানা জাকের আলী। ৪১ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। অপরাজিত থাকেন এই রানেই। যা তার ক্যারিয়ারের সেরা। জাকের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দেখা পান ৩৬ বলে। ক্যারিবিয়ানদের ওপর ঝড় বইয়ে দেওয়া জাকের আলজারি জোসেফের শেষ ওভারেই নেন ২৫ রান। দ্বিতীয় বলে চার মেরে পূরণ করেন ফিফটি। তার পর তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে মারেন তিনটি ছক্কা!

ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোরের ভিত গড়ে তানজিম-জাকেরের সপ্তম উইকেট জুটি। ২৭ বলে ৫০ রান যোগ করেছেন তারা। ক্যারিবীয়দের হয়ে ৩০ রানে দুটি উইকেট নেন রোমারিও শেফার্ড। একটি করে নেন আলজারি জোসেফ, রোস্টন চেজ ও গুডাকেশ মোটি।

তানজিমের বিদায়ে ভাঙলো ঝড়ো জুটি

১১৪ রানে ৬ উইকেট হারানোর পর রানের চাহিদা মিটিয়েছেন মূলত জাকের আলী। তানজিম হাসানের সঙ্গে মিলে ঝড়ো ব্যাটিংয়ে সপ্তম উইকেটে ২৭ বলে যোগ করেছেন ৫০ রান। ১৯তম ওভারে তানজিমকে ১৭ রানে তালুবন্দি করিয়ে জুটি ভেঙেছেন রোমারিও শেফার্ড। তানজিম ১২ বলে ১ চার ও ১ ছক্কায় ১৭ রান করেছেন।

এক ওভারে দুই রান আউটে ফিরলেন শামীম, মেহেদী

মিরাজ আউটের পর দলের প্রয়োজনীয় সময়টাতেই রান বাড়িয়ে নিচ্ছিলেন জাকের আলী। ১৫তম ওভারে এই রান বাড়িয়ে নেওয়ার তাড়াতেই দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন শামীম। আগের দুই ম্যাচের ফিনিশার প্রান্ত বদল করতে গিয়ে ভুলবোঝাবুঝিতে রান আউট হয়েছেন ২ রানে। অবশ্য শুরুতে জাকের আলী আউট মনে করে মাঠ ছেড়ে গিয়েছিলেন। পরে রিপ্লে দেখে তাকে ফিরিয়ে আনেন আম্পায়ার। বিদায় নেন শামীম। দুর্ভাগ্যজনকভাবে পরের বলেও রানআউটের শিকার হন নতুন ব্যাটার মেহেদী হাসান!

দলীয় শত রানের পর ক্যাচ দিয়ে ফিরলেন মিরাজ

পারভেজের পর তানজিদও দ্রুত আউট হলে রানের চাকা সচল রাখছিলেন মেহেদী হাসান মিরাজ। জাকের আলীকে সঙ্গে নিয়ে ৩১ বলে ৩৭ রানও যোগ করেন তিনি। ১৩তম ওভারে রোস্টন চেজের বলে মেরে খেলতে গেলে ২৯ রানে থেমেছেন মিরাজ। তার ২৩ বলের ইনিংসে ছিল ৩টি চার।

৯ রানে ফিরলেন তানজিদ

অষ্টম ওভারের প্রথম বলে ছক্কা মেরে হাত খুলেছিলেন তানজিদ হাসান। কিন্তু বেশি সুবিধা করতে পারলেন না। একই ওভারে মোটির শর্ট পিচ বলে মেরে খেলতে গিয়ে ৯ রানে কাটা পড়েছেন। বল তার ব্যাটে লেগে প্যাড স্পর্শ করে ওপরে উঠলে সেটি লুফে নেন ক্যারিবিয়ান কিপার নিকোলাস পুরান। তানজিদের ৯ বলের ইনিংসে ছিল একটি ছয়।

পাওয়ার প্লের শেষ বলে ফিরলেন পারভেজ

বাংলাদেশকে দারুণ শুরু এনে দিতে মূল ভূমিকা ছিল ওপেনার পারভেজ হোসেনের। সৌম্যর বদলে দলে এসে ভালো ব্যাটিং করছিলেন তিনি। কিন্তু পাওয়ার প্লের শেষ বলেই আলজারি হোসেফের ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন। বিদায়ের আগে পারভেজ ২১ বলে খেলেছেন ৩৯ রানের দারুণ একটি ইনিংস। তাতে ছিল ৪টি চার ও ২টি ছয়। তার ব্যাটিংয়ে বাংলাদেশ পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে যোগ করেছে ৫৪ রান।

দারুণ শুরুর পর ফিরলেন লিটন

চলতি সিরিজে রান পেতেই সংগ্রাম করতে হচ্ছিল লিটন দাসকে। প্রথম দুই ম্যাচে ব্যর্থ ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। ফিরেছেন ০ ও ৩ রানে। সর্বশেষ ম্যাচে ওপেনিংয়েও নেমেছিলেন। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে রান পেতে শুরু করেছিলেন তিনি। পারভেজ হোসেনকে সঙ্গে নিয়ে দারুণ সূচনা এনে দিয়েছিলেন। যদিও বেশি দূর যেতে পারলেন না। দলের ৪৪ রানে রোমারিও শেফার্ডের বলে মেরে খেলতে গিয়ে তালুবন্দি হয়েছেন ১৪ রানে। তার ১৩ বলের ইনিংসে ছিল ৩টি চার।

হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেন্ট ভিনসেন্টে প্রথম দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার তাদের হোয়াইটওয়াশ করার মিশন। সেই লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিতে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

কিছু মানুষের স্বার্থে ঢাকার সব বাসিন্দাকে বায়ুদূষণের শিকার হতে দেওয়া যাবে না

একাদশে কারা

আগের ম্যাচে সৌম্য সরকার চোট পাওয়ায় এই ম্যাচে একটি পরিবর্তন আসতোই। ফলে তার জায়গায় খেলছেন পারভেজ হোসেন। ওয়েস্ট ইন্ডিজ একাদশেও পরিবর্তন আছে দুটি। আন্দ্রে ফ্লেচার ও আকিল হোসেনের জায়গায় খেলছেন জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।