জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি দলের নেতৃত্ব ছেড়েও রানে ফিরতে পারছেন না বিরাট কোহলি। চলতি আইপিএলে কোহলি এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন। ১০ নম্বর ম্যাচে এসে পেয়েছেন প্রথম ফিফটি। সেটাও ধীরগতির।
এত বেশি বল খেলেছেন যে তখনও সমালোচনা পিছু ছাড়েনি। কোহলির ফর্মে না থাকা যতটা ভয়ের, তার থেকেও বেশি ভয়ের তার আউট হওয়ার ধরন। এখন সব ধরনের বোলাররাই আউট করছেন কোহলিকে। এটাই সবচেয়ে চিন্তার বিষয়।
ব্যাঙ্গালোরের প্রথম ম্যাচ ছিল পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪১ রানে অপরাজিত ছিলেন কোহলি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে রান আউট হয়েছিলেন ৫ রান করে।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও রান আউট হন কোহলি (১২)। এই তিনটি ম্যাচ বাদ দিয়ে বাকি ৮ ম্যাচে খুবই বাজেভাবে আউট হয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে উমেশ যাদবের করা ষষ্ঠ স্টাম্পের বল তাড়া করতে গিয়ে আউট হন কোহলি (১২)।
পরের ম্যাচে তার উইকেট নেন ডেওয়াল্ড ব্রেভিস। এই পার্টটাইম অফব্রেক বোলারের করা প্রথম বলেই এলবিডাব্লিউ হয়ে যান কোহলি। ম্যাচটিতে তিনি রান করেন ৪৮।
আইপিএলে সেটিই ছিল ব্রেভিসের প্রথম উইকেট। চেন্নাইয়ের বিপক্ষে কোহলিকে আউট করেন ডানহাতি পেসার মুকেশ চৌধরী। তার বলে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ তুলে দেন কোহলি। তার আউট হওয়ার ধরন দেখে মনে হতে পারে তিনি ভুলেই গিয়েছিলেন যে ওই জায়গায় ফিল্ডার আছে!
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটিতে কোহলির সংগ্রহ মাত্র ১ রান! এরপর লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষেও পেসার দুশ্মন্ত্য চামিরাকে উইকেট উপহার দেন কোহলি। শ্রীলঙ্কার এই পেসারের করা প্রথম বলেই পয়েন্টে ক্যাচ তুলে দেন। সেই ক্যাচ নিতে ভুল করেননি দীপক হুডা।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, যে কোনো বোলারই এখন কোহলিকে আউট করতে পারছেন। ২২ গজে একসময় রানের বন্যা বইয়ে দেওয়া বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটারের এমন হাল কীভাবে হলো?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।