স্পোর্টস ডেস্ক : ভারতে আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ঘরের মাঠে এবার বিশ্ব আসরে শিরোপার অন্যতম ফেভারিট রোহিত শর্মার দল। তবে বিশ্বকাপে ভারতীয় দল কেমন হবে, তা নিয়ে এখন চলছে জল্পনা-কল্পনা। আসন্ন বিশ্বকাপের জন্য চমক রেখেই ভারত দল বাছাই করেছেন দেশটির সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের জন্য গম্ভীরের বাছাইকৃত দলে ওপেনিংয়ে আছেন অধিনায়ক ‘হিটম্যান’ রোহিত শর্মা। তার সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন তরুণ স্টাইলিশ ব্যাটার শুভমান গিল। আর ওয়ান ডাউনে রয়েছেন ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি।
ভারতীয় কিংবদন্তির স্কোয়াডে মূল উইকেটরক্ষক হিসেবে জায়গা ধরে রেখেছেন নির্ভরযোগ্য ব্যাটার ইশান কিশান। তার ব্যাকআপ হিসেবে রেখেছেন ইনজুরিতে লোকেশ রাহুল। তবে গম্ভীরের চমক জাগানিয়া দল থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন। জায়গা মেলেনি তরুণ মিডলঅর্ডার ব্যাটার তিলক ভার্মার।
স্কোয়াডে স্থান পাননি টপঅর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার এবং পেস আলরাউন্ডার শার্দুল ঠাকুর। তাদের জায়গায় ঠাঁই পেয়েছেন স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। গম্ভীরের স্কোয়াডে টপঅর্ডারে ঢুকেছেন হার্ডহিটার সূর্যকুমার যাদব। অলরাউন্ডারে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়ালকে রেখেছেন তিনি।
পেস আক্রমণ সামলানোর দায়িত্বে রয়েছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। আর চতুর্থ পেসার হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকে বেছে নিয়েছেন তিনি। তৃতীয় স্পিনার হিসেবে কুলদ্বীপ যাদব অন্তর্ভুক্ত হয়েছেন।
গম্ভীরের চোখে ভারতীয় বিশ্বকাপ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশান, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়ামিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।