বিনোদন ডেস্ক : ধীর-স্থির ভাবে কথা বলা ধাতে নেই সানির। শাহরুখের সঙ্গে প্রথম আলাপে এতটাই অপ্রস্তুত হয়ে পড়েছিলেন যে, আজও মরমে মরছেন।
শাহরুখ খানের সাহচর্যে যাঁরাই এসেছেন, তাঁরাই মোহিত হয়েছেন কিং খান-এ। এত সুন্দর করে কথা বলেন? এত সৌজন্যবোধ? সেই মুগ্ধ অনুরাগীর তালিকায় সামিল প্রাক্তন পর্নতারকা সানি লিওনিও।
২০১৬ সাল। সানি তখন সবে পা রেখেছেন বলিউডে। ‘রইস’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানে শাহরুখ খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। বলিউডের ‘বাদশা’র সঙ্গে সেই প্রথম সাক্ষাৎ। প্রথম দেখার সেই অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি সানি।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘আমি সেই প্রথম ছবির কাজে শাহরুখের সঙ্গে দেখা করছি। বেরিয়ে যাচ্ছিলাম, মুখোমুখি পড়ায় তাঁকে বলেছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এই গানের অংশ হতে পেরে খুব ভাল লাগছে। শাহরুখ বললেন, ‘না! আপনাকে পেয়ে আমরা খুশি।’ তাতেই এক ধাক্কায় চড়েছিল আত্মবিশ্বাসের পারদ।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।