বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সাংবাদিক অভি মইনুদ্দিনের সাংবাদিকতার যাত্রা নিয়ে সিলভার জুবিলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অতিথি হতে দেখা যায় প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে। তিনি মজা করে মঞ্চে শাহরুখ খানের স্টাইল করে দেখান।
অভি মইনুদ্দিনের আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে তাকে শাহরুখ খানের মতো স্টাইল করে দাঁড়াতে দেখা যায়। রুনা লায়লা মঞ্চে উঠে তার স্টাইল দেখে মজা করে সেটি নকল করার চেষ্টা করেন। তাকে বলতে শোনা যায় অভি তুমিও আমার পেছনে দাঁড়াও।
সাংবাদিক অভির উদ্দেশে রুনা লায়লা বলেন, ‘ও গান গাচ্ছে, গান লিখছে, কবে আবার নাচতেও শুরু করে দেয় কে জানে।’
তিনি আরও বলেন, ‘অভি যাকে ধরে তাকে আর ছাড়ে না। তার পেছনে লেগেই থাকে। আমার সঙ্গে ওর সম্পর্ক প্রায় ২৫ বছর ধরে। মানে ওর সাংবাদিকতার শুরু থেকেই।’ অভি মইনুদ্দিনের অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের আরও তারকারদের দেখা যায়।
উল্লেখ্য, খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লা বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন।
বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।