বিনোদন ডেস্ক : কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দাবি করা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে এক শো-এর সময় পাঞ্জাবি সংগীতশিল্পী হানি সিং-এর ওপর চড়াও হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এই ঘটনাকে কেন্দ্র করে বলা হয়েছিল, শাহরুখের জোরে চড়ের কারণে হানি সিং আহত হন এবং তার কপাল ফেটে রক্ত বের হয়। সেই কারণে সেদিন মঞ্চে পারফর্মও করতে পারেননি গায়ক।
তবে ৯ বছর পর এই ঘটনার আসল সত্য জানালেন হানি সিং নিজেই। সম্প্রতি মুক্তি পাওয়া তার জীবনীভিত্তিক একটি তথ্যচিত্রে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন গায়ক।
হানি সিং বলেন, “শাহরুখ খান এমন মানুষই নন, যিনি কারো গায়ে হাত তুলবেন। উনি আমাকে খুবই ভালোবাসেন। আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক। শাহরুখ আমাকে মেরেছেন, এটি একেবারেই মিথ্যা।”
তিনি আরও জানান, “সেদিন আসলে আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না। এমন একটি মানসিক অবস্থার মধ্যে ছিলাম যে মনে হচ্ছিল, মঞ্চে উঠলেই মরে যাব। তাই হোটেল রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেলি। এরপর নিজের মাথায় কফি মাগ ভাঙি। এতে আহত হই। এগুলো আমার নিজের করা কাজ, যার জন্য সেই দিনের শো আটকে ছিল।”
এই বক্তব্যের মাধ্যমে হানি সিং স্পষ্ট করলেন যে, তার এবং শাহরুখের মধ্যে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মিথ্যা গুজবের বদলে তিনি সত্যি ঘটনাটি সামনে এনে বিষয়টি পরিষ্কার করেছেন।
বাড়ির উঠানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী, ভাইরাল ভিডিও
তথ্যচিত্রে তার জীবনের নানা চড়াই-উতরাই এবং মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াইয়ের কথাও উঠে এসেছে। হানি সিং-এর এই খোলামেলা স্বীকারোক্তি তার ভক্তদের কাছে বড় একটি বার্তা পৌঁছে দিয়েছে এবং বহুদিন ধরে ছড়িয়ে পড়া ভুল ধারণার অবসান ঘটিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।