অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন উপাধ্যক্ষ শহীদ

Sohid

জুমবাংলা ডেস্ক : অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী, সাবেক চিপ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যিনি উপাধ্যক্ষ শহীদ নামে সিলেট অঞ্চলে পরিচিত। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন রোববার সাংবাদিকদের মামলার তথ্য দিয়েছেন। অবৈধভাবে সম্পদ অর্জন, বৈদেশিক মুদ্রা আইন, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে।

Sohid

সাবেক কৃষিমন্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও ভোগদখল ছাড়াও নিজ এবং মালিকানাধীন প্রতিষ্ঠানের ১৮টি হিসাবে ২৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

ডামি নির্বাচন, রাতের ভোট ইত্যাদি মিলিয়ে ৭ বারের এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অর্জন করেছেন কোটি কোটি টাকার সম্পদ।

তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতি করে মৌলভীবাজারে চা-বাগান দখল করে কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। নিজ সংসদীয় এলাকায় গড়ে তুলেছেন দুর্নীতি ও লুটপাটের বাহিনীও।

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা জমি দখল করে লেবু বাগান করেছিলেন। গ্রেপ্তারের পর সম্প্রতি জাতীয় উদ্যানের দখল হওয়া সেই পাঁচ একর জায়গা উদ্ধার করেছে বন বিভাগ। ২০১৮ সাল থেকে বন বিভাগ বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও বনের জায়গাটি উদ্ধার করতে পারেনি।

এছাড়া, কমলগঞ্জের কাঠালকান্দিতে ৮ একর পাহাড়ি এলাকা নিয়ে নির্মাণ করেছেন বাগান বাড়ি। সরকারি খরচে একাধিক ডিপ টিউওয়েল স্থাপন এবং বিদ্যুতের জন্য ৮টি সৌর প্ল্যান্ট নির্মাণ করেন আব্দুস শহীদ। এছাড়াও হাইল-হাওড় ও বাইক্কা বিলের পাশে প্রায় ১১ একর জমি নিয়ে গড়ে তোলেন বিশাল মৎস্য খামার। এসব সম্পদ উদ্ধারের দাবি স্থানীয়দের

গত ২৯ অক্টোবর রাতে উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করে। সরকার পতনের পর থেকেই উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাসায় থাকতেন না আব্দুস শহীদ। ওই রাতে বাসায় ফেরার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় বাসা থেকে প্রায় ৪ কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।