বিনোদন ডেস্ক : ২০১৭ সালে একবার ভারতে এসেছিলেন ব্রিটিশ পপতারকা এড শিরান। এবারও এলেন চুপিসারে, তবে ইতিমধ্যেই তা আর লুকোচাপা নেই। এরই মধ্যে রটে গেছে ‘বিউটিফুল পিপল’খ্যাত এই গায়কের মুম্বাই আসার খবর। আগামী ১৬ মার্চ সেখানকার মহালক্ষ্মী রেসকোর্স মাঠে মঞ্চ মাতাবেন তিনি।
জানা গেছে, প্রায় ৬ বছর পর আবারও দেশটিতে কনসার্ট করতে এসেছেন এড। ছুটির মেজাজে অংশ নিচ্ছেন তারকাবহুল পার্টিতে। ইতিমধ্যে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গেও দেখা হয়েছে তাঁর।
বুধবার (১৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন এড শিরান। যেখানে শাহরুখের সঙ্গে আইকনিক পোজ দিতে দেখা গেছে তাঁকে। শাহরুখ ও ফারহা খানের সঙ্গে দেখা করতে এদিন মান্নতে গিয়েছিলেন গায়ক। এরপরই শাহরুখ তাঁকে দু-হাত তুলে নিজের আইকনিক পোজ শিখিয়েছেন। শাহরুখকে দেখে সেই পোজও অনুকরণ করেছেন এই পপতারকা। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘এটাই আমাদের শেপ অব আস’। ভালোবাসা ছড়িয়ে দেওয়া…’’
এদিকে, শাহরুখ ও ব্রিটিশ পপতারকার এই ভিডিও দেখে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন নেটিজেনরাও। এক নেটিজেনের মন্তব্য, ‘শেষের চুমু খাওয়াটা কেটে দিলে কেন?’ অন্য একজনের মন্তব্য, ‘আমি যদি এটা শেষ নির্দেশনা করি, তাহলে শান্তিতে মরতে পারব।’
এদিকে মুম্বাইয়ে আসার পরেই বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নিয়েছেন এড শিরান। সেখানকার একটি স্কুলে আচমকা হাজির হয়েছিলেন তিনি। দুঃস্থ শিশুদের গান গেয়েও শুনিয়েছেন।
মুম্বাইয়ে পা রেখে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এড শিরান বলেন, ‘আমি যতবার এখানে আসি, ততবারই একটা আলাদা উত্তেজনা কাজ করে। ২০১৪ সালে যে মাপকাঠিতে সাফল্য পরিমাপ করা হত, তখন আমার কোনো ধারণাই ছিল না যে এ দেশের মানুষ আমার গান এতটা পছন্দ করে। ২০১৫ সালে যখন প্রথমবার ভারতে আসি, তখন এই ভালোবাসা আমি উপলব্ধি করেছিলাম। এখানকার মানুষ আমার গান সত্যিই পছন্দ করেন। এখন একটা বিষয় স্পষ্ট যে ভারতই আমার সবচেয়ে বড় বাজার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।