বিনোদন ডেস্ক : জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ওয়েব সিরিজে দেখা যাবে শাহরুখকন্যা সুহানা খানকে। এদিকে পরিচালক করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হবে তার। খবর হিন্দুস্তান টাইমসের।
মাস কয়েক আগে শোনা গিয়েছিল, ‘দ্য আর্চিস’-এর পর সিদ্ধার্থ আনন্দের ছবিতে দেখা যাবে সুহানাকে। পাঠান পরিচালকের সেই ছবিতে থাকবেন শাহরুখ খানও। তবে এবার জানা যাচ্ছে, পরিকল্পনায় পরিবর্তন এসেছে। সিদ্ধার্থ নয়, করণ জোহরের হাত ধরে বক্স অফিস পা দেবেন সুহানা। আর না, করণের স্টুডেন্ট হিসাবে নয়, একদম নতুন চিত্রনাট্যে ধরা দেবেন শাহরুখকন্যা। পুরোদস্তুর প্রেমের ছবি হবে করণের এই ছবি। এখনো চূড়ান্ত হয়নি চিত্রনাট্য, দ্রুত ছবির কাজ শুরু হবে না। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে ফ্লোরে যাবে এই ছবি। করণ-সুহানা জুটিকে দেখতে মুখিয়ে আছে সবাই।
আগামী নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ‘দ্য আর্চিস’। এটি তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে।
চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা। মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।