স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছেন এই ক্রিকেটার এবং বিসিবি বস নাজমুল হাসান পাপন।
আজ (১২ মার্চ) দুপুরে মিরপুরের বিসিবি বোর্ডে দুজন আলোচনা করতে এসেছেন। তাদের সঙ্গে থাকতে পারেন বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
টেস্ট দলের সদস্যদের যাত্রার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে থাকা সব ক্রিকেটার দেশ ছেড়েছেন আজ। ব্যতিক্রম সাকিব। এই ক্রিকেটার স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত রওনা দেননি তিনি।
গত ৬ মার্চ ব্যক্তিগত কাজে দুবাই যান সাকিব। সেখানে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে যাওয়া নিয়ে সংশয় রেখে সাকিব জানিয়েছিলেন, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান না তিনি। তার এমন কথায় নড়েচড়ে বসলেও শেষ পর্যন্ত সাকিবকে দুই মাসের ছুটি দেয় বিসিবি। তাও দল রওনা দেওয়ার মাত্র দুইদিন আগে। অবশ্য বিসিবি সেই দাবি মেনে নিয়েছেন বলেই দক্ষিণ আফ্রিকার ফ্লাইটে ওঠা হয়নি সাকিবের।
সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দিলেও তখন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, দেশে ফিরলে সাকিবের সঙ্গে তার ভবিষ্যত পরিকল্পনা জানতে বসবেন তারা।
সেই পরিকল্পনার অংশ হিসেবে আজ বিসিবিতে সাকিবের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন নাজমুল হাসান পাপন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।