ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, বড় পরাজয় গল টাইটান্সের

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে খুব বাজে একটি দিন কাটালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দলও হেরে গেল বড় ব্যবধানে। পাল্লেকেলেতে মঙ্গলবার (০৮ আগস্ট) বি-লাভ ক্যান্ডির বিপক্ষে ৮৯ রানে হেরেছে সাকিবদের গল টাইটান্স। ২০৪ রানের লক্ষ্য তাড়ায় গুটিয়ে গেছে তারা মাত্র ১১৪ রানে।

ষষ্ঠ বোলার হিসেবে বোলিংয়ে এসে সাকিব ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। পরে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১২ বলে একটি চারে করেন ১১ রান। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে কোনো উইকেট পেলেন না সাকিব। আগের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়ার পর ৪ ওভারে দিয়েছিলেন ৩০ রান। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে ওভারপ্রতি ৭.০৫ করে রান দিয়ে তার শিকার ৫ উইকেট। ৪ ইনিংসে ব্যাটিং পেয়ে ১২৫ স্ট্রাইক রেটে রান ৭০। সর্বোচ্চ ইনিংস ৩০।

সাকিবের হতাশার দিনে ব্যাটে-বলে আলো ছড়ান আরেক অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গা। ব্যাটিংয়ে ২৭ বলে ৯ চার ও ২ ছক্কায় দলের সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। দলের সফলতম বোলারও শ্রীলঙ্কার এই লেগ স্পিনিং অলরাউন্ডার। ৩.৪ ওভারে ১৭ রানে নেন ৪ উইকেট।
সাকিবের শুরুটা এ দিন অবশ্য খারাপ ছিল না। দশম ওভারে বল হাতে পেয়ে রান দেন কেবল ৫। পরের ওভারে তার প্রথম পাঁচ বলে আসে ৩ রান। শেষ বল ছক্কায় ওড়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাকিবের তৃতীয় ওভারে প্রথম চার বলে দুটি চার ও একটি ছক্কা মারেন হাসারাঙ্গা। শেষ পর্যন্ত এই ওভারেই আসে ১৭ রান। পরে আর বল হাতে পাননি সাকিব।

রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় গল। পঞ্চম ওভারে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টিম সাইফার্টের বিদায়ের পর উইকেটে যান সাকিব। প্রথম তিন বল ডট খেলার পর দুশমন্থ চামিরাকে একটি বাউন্ডারি মারেন তিনি। তাকে এক পাশে রেখে দ্রুত বিদায় নেন আরও দুই ব্যাটসম্যান। এরপর সাকিবও টেকেননি। হাসারাঙ্গাকে স্লগ সুইপ করতে গিয়ে বল আকাশে তুলে দেন তিনি। ডিপ স্কয়ার লেগ থেকে ছুটে এসে ডাইভিং ক্যাচ দেন ফখর জামান।

নবম ওভারে ৪৭ রানে ৬ উইকেট হারানো গল একশ পেরুতে পারে আশান প্রিয়ঞ্জন ও লাহিরু সামারাকুনের ৬২ রানের সপ্তম উইকেট জুটিতে। শেষ ৪ উইকেট হারায় তারা ৫ রানের মধ্যে।