স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি ও তার স্ত্রী উম্মে শিশির আল হাসানের মা নার্গিস বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সাকিবের বাবা মাশরুর রেজা জানিয়েছেন, শনিবার (৯ এপ্রিল) জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নরসিংদীতেই দাফন করা হবে তাকে।
সাকিবের পারিবারিক সূত্র থেকে জানা গাছে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে পারছেন না সাকিব ও তার বড় মেয়ে আলাইনা হাসান। এ কারণে তাদের ছাড়াই দাফন করা হচ্ছে।
গত ১ এপ্রিল আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। মেয়ের স্কুল খুলে যাওয়ায় তাকে নিয়েই দেশ ছাড়েন সাকিব। অন্যদিকে মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে দেশেই থেকে যান সাকিবের স্ত্রী। ছেলে ও ছোট মেয়েকে নিয়ে বর্তমানে দেশে আছেন তিনি।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালে পরিবারের সদস্যের অসুস্থতার খবর পান সাকিব। তার মা, ছেলে, দুই মেয়ে ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফিরে আসেন সাকিব।
২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মারা যান সাকিবের শ্বশুর মুমতাজ আহমেদ। তখন দেশে ছিলেন সাকিব। অসুস্থ শ্বশুরকে দেখতে যুক্তরাষ্ট্রে গেলেও শেষ দেখা দেখতে পারেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।