স্পোর্টস ডেস্ক : উপমহাদেশে খেলার মাঠ থেকে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন অনেকেই। পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানতো রাজনীতিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীও হয়েছিলেন।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিনোদ কাম্বলি, নবজ্যোৎ সিং সিধু, গৌতম গম্ভীরও রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটে নাঈমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মুর্তজার পথ অনুসরণ করে খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে অংশ নিয়ে সংসদ সদস্য হওয়ার পথে সাকিব আল হাসান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
পেশাদার ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নেওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ক্রিকেট মাঠে ছিলাম, থাকব। সেখান থেকে রাজনীতিতে এলাম নিজের এলাকার মানুষের জন্য কাজ করতে।
সাকিব আরও বলেন, আমরা ক্রিকেট খেলে দেশের জন্য কাজ করি। মানুষ আমাদের খেলা উপভোগ করে। খেলা থেকে বিনোদন নেয়। কিন্তু রাজনীতি সরাসরি মানুষের পাশে থাকার সুযোগ করে দেয়। এ জন্যই নির্বাচন করা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.