স্পোর্টস ডেস্ক : মাথার ওপরে পাটকাঠির ছাউনি। নিচে টেবিলের ওপরে ট্রেতে সাজানো চায়ের কাপ এবং আশপাশে চা বানানোর উপাদানসহ পান খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এমনই এক টং দোকানে বন্ধুকে নিয়ে চায়ের আড্ডায় অংশ নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এবার পরিবার নিয়ে পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের জন্য নিজ জেলা মাগুরায় রয়েছেন সাকিব। জেলার নোমানী ময়দানে আদায় করেছেন ঈদের নামাজ। এরপর বন্ধুদের নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হন সাকিব। সে সময়ে চা খাওয়ার জন্য এক টং দোকানে বসেন তারা।
সাকিবের সঙ্গে যাকে টং দোকানে দেখা গেছে, তিনি সাকিবের ছোটবেলার বন্ধু। তার নাম খান নয়ন। এর আগে ঈদুল ফিতরের সময়েও মাগুরায় গিয়েছিলেন সাকিব। সে সময়ে বন্ধুদের সঙ্গে ইফতার ও ঘোরাঘুরির ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল।
২০১৭ সালের পরে এই প্রথম পরপর দুই ঈদ মাগুরাতে কাটালেন সাকিব। এবার ঈদ উপলক্ষে গত ২৭ জুন কানাডা থেকে দেশে ফেরেন সাকিব। এরপর বুধবার (২৮ জুন) সকালে সপরিবারে মাগুরায় পৌঁছান তিনি। ঈদের ছুটি শেষ করে আফগানিস্তান সিরিজের জন্য আগামী ১ জুলাই দলীয় অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।