জুয়েলারির শোরুম উদ্বোধনে আবারও দুবাই যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : কানাডার গ্লোবাল লিগ টি-টোয়েন্টি খেলে বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন সাকিব আল হাসান। বাইশ গজের এই ব্যস্ততার মধ্যেও থেমে নেই সাকিবের বিজ্ঞাপনী কাজ। চলতি মাসের শেষ দিকে জুয়েলারির শোরুম উদ্বোধন করতে আবারও দুবাই যাচ্ছেন এই অলরাউন্ডার।

এর আগে দুবাইয়ের গোল্ড শপ উদ্বোধন ঘিরে আলোচনায় আসে পুলিশ হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান ইস্যু। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম খেলোয়াড় ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের দুবাই যাওয়াকে কেন্দ্র করেই মূলত নতুন করে আলোচনায় আসে এই ইস্যু। এবার শুধু সাকিবই নয়, তার সঙ্গে যোগ হচ্ছেন ক্রিকেটের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২০ আগস্ট এনআরআই জুয়েলারির ‘হোল সেল’ প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে এই দুই ক্রিকেটারের দুবাই যাবার বিষয় ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। এতে নিজেদের অংশগ্রহণের কথা জানিয়ে ইতোমধ্যে ভিডিও বক্তব্য প্রদান করেছেন এই দুই ক্রিকেটার।

ভিডিও বক্তব্যে সাকিব আল হাসান বলেন, ‘আমি সাকিব আল হাসান। আসছি ২০ আগস্ট, এনআরআই জুয়েলারির হোল সেল অফিস উদ্বোধনী অনুষ্ঠানে। অফিস নম্বর ৩১১। সেরিনা প্লাজা বিল্ডিং থ্রি… দেরা গোল্ড সুক, দুবাই।’

এই ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আবারও আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই ক্রিকেটার। কেননা, দুবাইয়ের আরাভ জুয়েলারির বিতর্কের ঝড় উপেক্ষা করে তিনি আবারও দুবাইয়ে পা রাখতে যাচ্ছেন বিজ্ঞাপনী কাজে। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ দূতাবাস।

এই বিষয়ে রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, ‘আমিরাতে প্রায় ১০ লাখ প্রবাসীর কমিউনিটি। আমার মনে হচ্ছে, যিনি এই প্রতিষ্ঠানের মালিক তিনি হয়ত এই কমিউনিটির চিন্তা করে তাদের (সেলিব্রেটি) এখানে নিয়ে আসেন। আমাদের সেলিব্রেটিরা বাইরের চেয়েও আমাদের কমিউনিটির কাছে বেশি পরিচিত। অত্যান্ত সম্মানিত। সেজন্যই তারা (স্বর্ণ ব্যবসায়ী) তাদের প্রতিষ্ঠানের প্রতি আকর্ষণের জন্যই সেলিব্রেটিদের নিয়ে আসেন। ৩০ লাখ ভারতীয় কমিউনিটি রয়েছে দেশটিতে উল্লেখ করে রাষ্ট্রদূত ভারতের বলিউড নায়ক-নায়িকাদের বিজ্ঞাপনী প্রচারে দুবাই আসার বিষয়টিও উল্লেখ করেন।

এদিকে, গত মার্চ মাসে দুবাইয়ে আরাভ জুয়েলারি উদ্বোধন করতে গিয়ে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন বিশ্বখ্যাত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই বিতর্ক গায়ে না মেখে সাকিব নিজের মত করে এড়িয়ে গেছেন বিষয়টি। বিতর্কের ঝড় না থামতেই পুনরায় দুবাইয়ে স্বর্ণের প্রতিষ্ঠান উদ্বোধনে অংশগ্রহণের ঘোষণায় আবারও আলোচনা শুরু হয়। অন্যদিকে, সাকিবের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাংলাদেশি এই ব্যবসায়িক প্রতিষ্ঠানও তাদের ব্যবসায়িক পরিধি বাড়াতে উদ্যোগী হয়েছেন বলে জানান এনআরআই জুয়েলারির মালিক পক্ষ।

দুবাইয়ের এনআরআই জুয়েলারির মালিকানায় রয়েছেন ফেনীর তিন প্রবাসী। নজরুল ইসলাম, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ ইব্রাহিম নামের এই তিন প্রবাসীর বাড়ি ফেনী দাগনভূঁইয়া উপজেলায়। তিন প্রবাসীর মালিকানায় আমিরাতে ৪টি জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে দুবাইয়ে ৩টি ও শারজায় রয়েছে একটি বিক্রয় প্রতিষ্ঠান।

নজরুল ইসলাম জানান, এর আগেও সাকিব আল হাসান তাদের একটি প্রতিষ্ঠান উদ্বোধনে উপস্থিত ছিলেন।এবার নতুন করে হোলসেল প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন তারা। তবে ব্যবসায়িক বিনিয়োগের পরিমাণের বিষয়ে জানতে চাইলে উত্তর দেননি এই ব্যবসায়ী।

এই ব্যবসায়ী আরও জানান, ইতোপূর্বে সাকিবের আগমন ঘিরে নানা বিশৃঙ্খলা তৈরি হলেও এবার আয়োজন ও অতিথিদের নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রস্তুতি রাখছেন তারা।

অবশেষে সত্য হলো মাশরাফীর ভবিষ্যদ্বাণী